যশোর অফিস: পদ্মা সেতু হয়ে স্বল্প সময়ে যশোর থেকে ঢাকায় যাওয়া, রেলকে যোগাযোগের প্রধান মাধ্যমসহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে এই সংবাদ সম্মেলন করে। এসময় ২৪ ডিসেম্বর পদ্মাসেতু রেল লিংক প্রকল্প উদ্বোধনের দিন জেলা প্রশাসকের মাধ্যমে রেল উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও রেল স্টেশনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, যশোর-ঢাকা পদ্মাসেতু লিংক প্রজেক্ট শুরু হলে স্বল্প সময়ে ঢাকায় যাওয়ার স্বপ্ন দেখা শুরু হয়। কিন্তু প্রকল্পের উদ্বোধনের সময় যত এগিয়ে আসছে, আমাদের স্বপ্ন তত দূরে সরে যাচ্ছে।
সরকারের তরফ থেকে জানানো হয় যে, ১টি ট্রেন চলাচল করবে খুলনা-নড়াইল-ঢাকা, ঢাকা-নড়াইল-বেনাপোল,বেনাপোল-নড়াইল-ঢাকা, ঢাকা-নড়াইল-খুলনা রুটে। যদিও সরকার ২ জোড়া ট্রেনের কথা বলেছে। তবে এটি যশোরবাসীকে বিভ্রান্ত করছে এবং সময়সূচির কারণে যশোরবাসী ঢাকায় অফিস করার জন্য প্রয়োজনীয় সুবিধা পাচ্ছে না। সেই সাথে এ এলাকার উৎপাদিত কৃষিপণ্য বহনের জন্য আলাদা বগি সংযোজন, সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ সুবিধাসহ ৬ দফা দাবি করা হয়।
এই অবস্থায় ২৪ ডিসেম্বর পদ্মাসেতু রেল লিংক প্রকল্প উদ্বোধন উপলক্ষে যশোর জেলা প্রশাসকের মাধ্যমে রেল উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও রেল স্টেশনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন।
এসময় বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান ভিটু,নাজির আহমেদ শেফার্ডসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।