
যশোর অফিস : যশোর শহরের নীলগঞ্জ সাহাপাড়া এলাকায় চুরির উপদ্রব্য বৃদ্ধি পেয়েছে। সংঘবদ্ধ চোরদের উৎপাতে ওই এলাকার নারী পুরুষ রাতে এখন ঘুম হারাম হয়ে গেছে। চোরের ভয়ে অধিকাংশ টিউবওয়েলের হাতল (হ্যান্ডেল) খুলে রাখার পর চোরেরা কলের মাথা পর্যন্ত খুলে নিয়ে গেছে। এ ঘটনায় ওই এলাকার বাসিন্দা শ্যামল পাল বাদি হয়ে গত বছরের শেষ দিন গত রোববার দুপুরে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করলে থানা থেকে সদর পুলিশ ফাঁড়ী পুলিশ প্রাথমিক তদন্তর দায়িত্ব দেওয়া হয়েছে।
যশোর শহরের নীলগঞ্জ সাহাপাড়ার সহদেব পালের ছেলে শ্যামল পাল কোতয়ালি থানায় দায়েরকৃত অভিযোগে বলেন, তার বাড়িতে ও প্রতিবেশীদের বাড়িতে প্রতিনিয়ত চুরি হচ্ছে। এলাকায় চোরের উৎপাত বেড়ে গেছে। ওই এলাকার বাসিন্দাদের ঘরের বাইরে কারও কোন কিছুই রাখার উপায় নেই। ঘরের বাইরে থাকা ফুলের টব, বালতি, বদনা, জুতা, স্যান্ডেল ও টিউবওয়েল প্রতিনিয়ত চুরি হচ্ছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত