যশোর অফিস : যশোর ন্যাশনাল ডক্টরস ফ্রম (এনডিএফ)এর উদ্যেগে সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) বেলা ১১টায় শহরের জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন হোটেল রেড টাউনে যশোর ন্যাশনাল ডক্টরস ফ্রম (এনডিএফ)এর ডা: শরীফুজ্জামান রনজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও আমীর যশোর শহর সাংগঠনিক জেলা অধ্যাপক গোলাম রসুল । সাধারণ সভা সঞ্চালনা করেন ন্যাশনাল ডক্টরস ফ্রম এর সেক্রেটারি ডা: আনিসুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, ৫ই আগস্ট ছাত্র-জনতা-সৈনিকের অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। এর মাধ্যমে দেশের মানুষ মুক্তির সুবাতাস অনুভব করছে। জামায়াতে ইসলামী বাংলাদেশে একটি কল্যাণ মূলক রাষ্ট্র গঠনের সংগ্রামে নিয়োজিত রয়েছে। এজন্য আমাদের অনেক ত্যাগ শিকার করতে হয়েছে। সুখী সমৃদ্ধ দেশ গঠনে সকল পেশাজীবি তথা ডাক্তারদের সমর্থন চান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন বা যারা নিহত হয়েছেন তাদের পাশে সারা বাংলাদেশের যে সমস্ত ডাক্তাররা ছাত্রদের স্বপক্ষে ভূমিকা রেখেছে তাহা প্রশংসানীয়।
তিনি বলেন, সৎ দক্ষ ও দেশ প্রেমিক নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন করতে হবে। বর্তমান সমগ্র পৃথিবী জুড়ে অশান্তির মূলকারণ সততা ও পরকালের জবাবদিহিতার অভাব। পরিবার সমাজ এবং রাষ্ট্রের সর্বস্তরে যে অবক্ষয় অনাচার, লুটপাট ও দুর্নীতির ব্যাধিতে আক্রান্ত তার প্রধানতম কারণ অসৎ নেতৃত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী সততা দক্ষতা দেশপ্রেম ও পরকালের জবাবদিহিতা সম্পন্ন নেতৃত্ব উপহার দিয়ে সেইশূন্যতাকে পূরণ করবে ইনশাআল্লহ। এদেশের তরুন ছাত্রসমাজ আমাদেরকে নতুন বাংলাদেশের সন্ধান দিয়েছে। তাই ছাত্র সমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন নায়েবে আমীর যশোর শহর সাংগঠনিক জেলা মোহাম্মদ বেলাল হোসাইন ,সেক্রেটারি যশোর শহর সাংগঠনিক জেলাঅধ্যাপক গোলাম কুদ্দুস , সহ-সেক্রেটারি অধ্যাপক মোঃ শামসুজ্জামান, অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস , শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক অধ্যাপক আবুল হাসিম রেজা যশোর কর্ম পরিষদের সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর শহর সাংগঠনিক জেলার পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশীদুজ্জামান রতন, খুলনা মহানগরী পেশাজীবী থানার সভাপতি ডা: শামীম পারভেজ প্রিন্স, যশোর সাংগঠনিক জেলার পেশাদেবী থানার সেক্রেটারি আবু ফয়সাল, এবংঅফিস সম্পাদক গাউছুল আজম প্রমুখ।