যশোর অফিস : গত ২ ফেব্রুয়ারি যশোর পৌর হকার্স মার্কেটের একটি চায়ের দোকানের সামনে আল-আমিন (১৭) নামে এক কিশোরকে মারপিট এবং ছুরিকাঘাতে জখম করার ২০দিন পর গত রোববার কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। আল-আমিনের শাহীনুর বেগম ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭/৮জনের নামে মামলাটি করেন। আসামিরা হলো, যশোর মহিলা কলেজের সামনে গলির লিখন (২০), লিটনের ছেলে লিওন (১৯), গরীব শাহ মাজারের পাশের মিল্টনের ছেলে মিরাজ (২১) ও তন্ময় (২১)।
এজাহারে তিনি উল্লেখ করেছেন, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে আল-আমিন পৌর হকার্স মার্কের পাশের একটি চায়ের দোকানে বসে বন্ধুকে সাথে নিয়ে চা পান করছিলেন। সে সময় খায়রুল নামে এক যুবকের সাথে আসামি লিওনের কথাকাটাকাটি হয়। সেই সূত্রে তারা আল-আমিনকে ডেকে নিয়ে মারপিট করে এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে জখম করে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। পরে আল-আমিনকে যশোরে জেনারেল হাসপাতলে নেয়া হয়। তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। চিকিৎসা শেষে যশোরে ফিরে থানায় মামলা করা হয়।