
যশোর অফিস : যশোরের বেনাপোল রেলস্টেশনে চোরাচালান প্রতিরোধে আকষ্মিক পর্যবেক্ষণে করেছেন প্রশাসন। চোরাচালান প্রতিরোধে বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে ছেড়ে আসা বন্ধন এক্সপ্রেসটিতে আকষ্মিক যশোর ঝুমঝুমপুর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল জামিল, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া, রেলওয়ে পুলিশের ইন্সপেক্টর খবির উদ্দিন, মাদকদ্রব্য অধিদপ্তরের বেনাপোল শাখার এসআই আসিফসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে চোরাচালান প্রতিরোধমূলক বক্তব্য দেন ও বন্ধন এক্সপ্রেসটি তল্লাশি করেন। ২৮০ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বন্ধন এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় বেনাপোল স্টেশনে এসে পৌঁছায়।