যশোর অফিস : আজ রোববার সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। এ বছর যশোর শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ৫৮ হাজার ১০২ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেবে। এরমধ্যে ছাত্র ৭৮ হাজার ৬৬৯ ও ছাত্রী রয়েছে ৭৯ হাজার ৪৩৩ জন।
শিক্ষাবোর্ডের পরীক্ষা বিভাগ থেকে পাওয়া তথ্যানুযায়ী, এ বছর নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৫০ হাজার ৩৬২ জন। এরমধ্যে ছাত্র ৭৪ হাজার ৩৯৭ ও ছাত্রী ৭৫ হাজার ৯৬৫ জন। অনিয়মিত পরীক্ষার্থী ৭৮২ জন। এরমধ্যে ছাত্র ২৫২ ও ছাত্রী ৫৩০ জন। মান উন্নয়ন পরীক্ষার্থীর সংখ্যা ৮১। এরমধ্যে ছাত্র ৬০ ও ছাত্রী ২১ ।
বোর্ডের দেয়া তথ্য মতে, বিজ্ঞান বিভাগে মোট ৩৯ হাজার ৪৩৭ জন পরীক্ষার্থী রয়েছে। মানবিক বিভাগে মোট ১ লাখ ৭৬৫ জন পরীক্ষার্থী ও ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থী রয়েছে ১৭ হাজার ৯০০ জন। যশোর শিক্ষাবোর্ডের অধীন ১০ জেলার ২ হাজার ৫৫১ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসব পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেবে। তাদের জন্য কেন্দ্র রয়েছে ২৯২টি।
পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর বিশ্বাস শাহিন আহম্মদ জানিয়েছেন, এ বছর সব বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। তবে, আইসিটি বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হবে ৫০ নম্বরের। সকাল ১০ টা থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হবে দুপুর একটায়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত