যশোর অফিস : যশোর শহরের বারান্দীপাড়া লিচুতলা এলাকার মসজিদের বারান্দা থেকে ব্যবসায়ীক জিনিসপত্র সেরিয়ে নেয়ার দুইজনকে মারপিটে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন ওই এলাকার গাজী নুরুজ্জামান (৬০)।
আসামিরা হলো, একই এলাকার মৃত আবুর দুই ছেলে কুটি (২৫) ও মোহাম্মদ মোড়ল (৩৫) এবং মৃত ওয়াহেদের ছেলে মেহেদী হাসান নান্নু (৩২)।
এজাহারে নুরুজ্জামান উল্লেখ করেছেন, বারান্দীপাড়া লিচু তলা মসজিদের বারান্দায় পুরনো টায়ার, বাইসাইকেলসহ বিভিন্ন ভাংড়ি মালামাল রেখে আসামিরা মসজিদের পরিবেশ নষ্ট করে। তাদের নিশেধ করলে তারা কোন কর্ণপাত করেনা। মসজিদে তাবলীগের মেহমান আসায় তাদের মসজিদ কমিটির পক্ষ থেকে বারান্দা থেকে মালামাল সরিয়ে নিতে বলা হয়। এতে তারা ক্ষিপ্ত হয়। গত ১১ নভেম্বর রাত ৯টার দিকে তার চাকু নিয়ে তার ছেলে মামুন (২৩) ও ভাগ্নে স্থানীয় ছাত্রদল নেতা ওসমান গণি পাপ্পুর ওপর হামলা চালায়। তারা তাদের মারপিটে জখম করে। এসময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা হুমকি দিয়ে চলে যায়। পরে তার ভাগ্নে পাপ্পুকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ।