যশোর অফিস : আগামী ১২ ডিসেম্বর বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির যশোর সার্কেলের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্টিত হবে। নির্বাচনকে ঘিরে দুইটি প্যানেল অংশ নিচ্ছে। এরমধ্যে সংস্কার ও উন্নয়ন পরিষদ নামে প্যানেলটি সোমবার প্রেসক্লাব যশোর অডিটোরিয়ামে প্যানেল পরিচিতি সভা ও তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
নির্বাচনী ইশতেহার উপলক্ষে সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরের দ্বিতীয় তলার হল রুমে এক সভায় সংস্কার ও উন্নয়ন পরিষদ প্যানেল লিডার বিসমিল্লাহ অটোর সত্বাধিকারী মোঃ কাশেদুজ্জামান সেলিম প্যানেল পরিচিতি তুলে ধরেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্যানেরের অন্যতম সমন্বয়ক মোঃ এজাজ উদ্দীন টিপু।
প্যানেল পরিচিতি সভায় সংস্কার ও উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ বলেন,বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি একটি রেজিস্ট্রিকৃত সমিতি। এর একটি নির্দিষ্ট গঠনতন্ত্র রয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর অন্তর নির্বাচন হওয়ার বিধান থাকলেও বিগত সাত বছর নির্বাচন হয়নি। একটি স্বার্থান্বেষী মহল তাদের হীন স্বার্থে ঐতিহ্যবাহী এ ব্যবসায়ীক সংগঠনের কমিটি কুক্ষিগত করে রাখে। যা ৫ জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমাধান হতে যাচ্ছে।
পরিচিতি সভায় সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষ থেকে ১০ দফা ইশতেহার তুলে ধরা হয়। এসব ইসতেহারের মধ্যে নির্বাচিত হলে গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর পর পর নির্বাচন, ব্যবসায়ী দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা ও প্রশিক্ষণ, সমিতির সদস্যদের ব্যবসায়ীক সমস্যা সমাধানে সমন্বয় ও সহায়তা দেয়া, স্বচ্ছ ও জবাবদিহিতাপূর্ণ হিসাব ব্যবস্থা নিশ্চিতসহ অসচ্ছল সদস্যদের সন্তানদের শিক্ষা সহায়তা, সদস্যদের চিকিৎসা সহায়তাসহ আনুষঙ্গিক সুবিধা প্রদানে প্রতিশ্রুতি দেয়া হয়।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন, যশোর আর,এন.রোড সংলগ্ন নতুনবাজারটি পতিত সরকারের আমলে অনায্যভাবে ভেঙ্গে দেওয়া হয়। যে কারনে সেখানে শত শত ক্ষুদ্র ব্যবসায়ীরা পথে বসে যায়। গত ৫ বছর ধরে তারা চরম মানবেতর জীবন যাপন করছে। সংস্কার ও উন্নয়ন পরিষদ নির্বাচিত হলে এই বাজারটি পুর্নাঙ্গভাবে চালুর জন্য পৌরসভার কাছ থেকে দাবি আদায়ে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।
প্যানেল পরিচিতি সভায় বক্তব্য রাখেন, সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সংস্কার ও উন্নয়ন পরিষদের উপদেষ্ট আতাউর রহমান আতাউল্লা, উপদেষ্টা রিয়াজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোকসেদ আলী মুনলাইট , মোস্তফা গোলাম কাদের, জাহিদ হোসেন প্রমুখ।
আগামী ১২ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তারা।