যশোর অফিস : ৬ ডিসেম্বর যশোরমুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন নানা কর্মসূচি হাতে নিয়েছে। মহান মুক্তিযুদ্ধের এ দিনেই যশোর হানাদার মুক্ত হয়। যশোরমুক্ত দিবস উপলক্ষে যশোর জুড়ে আয়োজন চলছে নানা অনুষ্ঠানের। জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে এদিন সকাল ৯ টায় টাউন হল মাঠ থেকে র্যালি, ৬ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত শিশু একাডেমির আয়োজনে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ৬ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত টাউন হল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
এসব অনুষ্ঠান উপলক্ষে টাউন হল মাঠের স্বাধিনতা উন্মুক্ত মঞ্চ ধোঁয়া মোছাসহ গোটা এলাকা পরিস্কার পরিচ্ছন্নের কাজ চলছে।
এদিকে, যশোর মুক্ত দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে উপশহর এসএম সুলতান ফাইন আর্ট কলেজে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
এসময় প্রধান অতিথি এস এম সুলতান ফাইন আর্ট কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন। এছাড়া জল তুলি দিয়ে রং করার মাধ্যমে ৫২ জন চিত্রশিল্পীরা এই আর্ট ক্যাম্পে অংশগ্রহন করছে। অনুষ্ঠানে সংগঠনটির আরো বিভিন্ন কর্মসূচির ঘোষণা করা হয়। সংগঠনটির বিজয় শোভাযাত্রা আগামি ৭ ডিসেম্বর ও ৮-১২ ডিসেম্বর পাঁচদিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।