যশোর অফিস : যশোর শহরের ষষ্টীতলাপাড়া পিটিআই রোডে বোমাবাজির ঘটনা ঘটেছে। অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্ত চক্র জিলা স্কুল থেকে পিটিআই রোডের প্রবেশ মুখে এই বোমাবাজির ঘটনা ঘটায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার আনুমানিক রাত ৯ টা ৫০ মিনিটের দিকে হঠাৎ বিকট আওয়াজ শুনতে পান তারা। এরপর লোকজন এদিকওদিক ছুটাছুটি শুরু করে। কে বা কারা পাশের একটি গলির মধ্যে থেকে বোমা রাস্তায় ছুঁড়ে মারে। সাথে সাথে বোমাটি বিস্ফোরিত হয়। এরপর অজ্ঞাত পরিচয়ের লোকজনকে দৌড়াদৌড়ি করে পালিয়ে যেতেও দেখেন অনেকে। তবে, বোমা ছুড়ে মারা অজ্ঞাতরা আসলে কারা জানা যায়নি। কেউ বলছেন, আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে স্থানীয় কোনো দুর্বৃত্ত চক্র এ ঘটনা ঘটাতে পারে।
স্থানীয় দোকানি উজ্জ্বল কুমার জানান, এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভয়ে আশপাশের দোকানিরা তটস্থ হয়ে পড়েছেন।
এ ব্যাপারে রাত দশটা দশ মিনিটে থানার ডিউটি অফিসারের সাথে কথা বললে তিনি জানান,‘কোনো তথ্য থানায় এখনো আসেনি। ওখানে মোবাইল টিম ও টহল টিম পাঠানো হচ্ছে। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
যশোর শহরের পিটিআই রোডে বোমাবাজি এলাকায় আতঙ্ক
Leave a comment