
যশোর অফিস : যশোর শহরের মাছ বাজার বরফ কলের পাশে মুদি ও ফ্লাক্সি লোড এর দোকানে গভীর রাতে দুঃসাহসিক চুরি হয়েছে। সংঘবদ্ধ চোরেরা দোকানের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে নগদ ৪০ হাজার টাকা ৩৪ হাজার মূল্যের দু’টি স্মার্ট ফোন চুরি করে পালিয়েছে। সংঘবদ্ধ চোরদের মধ্যে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে সিসি টিভি ফুটেজে শাহরুক নামে এক চোরকে সনাক্ত করা গেছে। সে শহরের চুড়িপট্টি মাছ বাজার এলাকার নিহাল ব্বিাসের ছেলে। এ ঘটনায় দোকান মালিক শহরের ষষ্টিতলা নীল রতনধর রোডের মৃক কাজী মনোয়ার হোসেনের ছেলে কাজী মোজাম্মেল হোসেন মোমিন। মামলায় তিনি শাহরুখের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সহযোগী ২/৩জন উল্লেখ করেছেন।
মামলায় তিনি উল্লেখ করেন,শহরের মাছ বাজারস্হ দোকান আছে। উক্ত দোকানে প্রতিদিনের ন্যায় বন্ধ করে বাদি বাড়িতে চলে যায়। পরের দিন অর্থাৎ সকাল ৬ টায় বাদির দোকানের আশপাশের মাছ বাজারের লোকজন বাদিকে ফোন কওে জানান,তার দোকানের তালা ভাঙ্গা। দোকান চুরি হয়েছে। বাদি তৎক্ষনিক দোকানে এসে দেখেন তার দোকানের তালা ভাঙ্গা দোকানের মধ্য প্রবেশ করে দেখেন ক্যাশবাক্স ভাঙ্গা, ক্যাশ বাক্সে রাখা দু’টি স্মার্টফোন যার মূল্য ৩৪ হাজার টাকা, নগদ ৪০ হাজার টাকা ১২ হাজার টাকা মুল্যের বিভিন্ন প্রকারের সিগারেটসহ ৮৬ হাজার টাকার মালামাল নেই। বাদি মাছ বাজারের সিসি ক্যামেরা ফুটেজ চেক কওে দেখেন শাহরুকসহ অজ্ঞাতনামা আসামী রাত ৩ টার সময় দোকান ঘরে ঢুকে রাত ৩ টা ২৬ মিনিটে বের হয়ে যায়। আশপাশের দোকান্দার ফুটেজ চেক করে শাহরুক চোর হিসেবে সনাক্ত করেন। বাদি স্থানীয় লোকজনকে জানিয়ে থানায় মামলা করেন।