শহিদ জয়, যশোর : যশোর শিক্ষা বোর্ড থেকে এবারের এসএসসি পরীক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) ১০৯ জন পরীক্ষার্থী অংশ নেবে। তারমধ্যে ৭০ জন পরীক্ষার্থী নিজেরাই উত্তর লিখবে। তারা স্বাভাবিক পরীক্ষার্থীদের চেয়ে অতিরিক্ত ৩০ মিনিট বেশি সময় পাবে। আর ৩৯ জন শ্রুতি লেখক পাবে। তারা স্বাভাবিক পরীক্ষার্থীদের চেয়ে অতিরিক্ত সময় পাবে ২০ মিনিট। শিক্ষাবোর্ডের পক্ষ থেকে এ সময় বৃদ্ধির অনুমোদন দেয়া হয়েছে । শিক্ষাবোর্ডের ওয়েবসাইডে নোটিশ আকারে অনলাইনে দেয়া হয়েছে। কেন্দ্র সচিবদের সময় বৃদ্ধির ব্যাপারে নোটিশে নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেমর ড.আব্দুল মতিন।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড.আব্দুল মতিন বলেন, স্ব-স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে বিশেষ শিক্ষার্থীদের সময় বৃদ্ধির অনুমোদন দেয়া হয়েছে।যেসব পরীক্ষার্থীরা অতিরিক্ত সময় পাবে বোর্ডের ওয়েবসাইডে তাদের তালিকা দেয়া হয়েছে। ৩০ মিনিট বর্ধিত সময় প্রাপ্ত পরীক্ষার্থী রয়েছে ৭০ জন। তাদের মধ্যে রয়েছে কুষ্টিয়া পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী ফেরদৌস শিশির, মেহেরপুর বামন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী ইফাজ ইসমাম, হরিনাকুন্ডু শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী ফয়জুল আবরার, চুয়াডাঙ্গার দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থী মরিয়ম উম্মে জাহান নওশিন, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থী স্বতিকা কমর্কার,একই বিদ্যালয়ের পরীক্ষার্থী মালিহা মমতাজ,পরীক্ষার্থী সিনথিয়া তাসনিম, সাতক্ষীরা কালিগঞ্জ মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী সাবিহা, গোপালপুর স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী লিতুনজিরা, সাতক্ষীরা কলারোয়া সরকারি গোপীনাথপুর মুরারীকাটি করুণাময় মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী এ. জে. দোহা আল ফিদা, একই বিদ্যালয়ের পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ঐশি, সাতক্ষীরা বুধহাটা বাহাদুরপুর ভুবন মোহন কলেজিয়েট স্কুলের পরীক্ষার্থী তুহিন ইসলাম, সাতক্ষীরা মহিষাডাঙ্গা কলেজিয়েট স্কুলের পরীক্ষার্থী মিঠু সরকার,পাইকগাছা আগরঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী রাহেলা খাতুন মেহেরপুর গাংনী হাড়াভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী পারভেজ হোসেন, যশোর নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী তানভীর শেখ, নড়াইল দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী ভুমিকা বিশ্বাস,খুলনা কলেজিয়েট স্কুলের পরীক্ষার্থী শিহাব প্রান্ত, মোড়েলগঞ্জ, বনগ্রাম সেঞ্চুরী, ইনষ্টিটিউশনের পরীক্ষার্থী বিশ্বজিৎ দাস, কুমারখালী পাথরবাড়ীয়া মজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী রাজ আহম্মেদ, যশোর শার্শা চালিতাবাড়ীয়া আর, ডি, বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী আরিফা আক্তার, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী হাসিবুজ্জামান ফাহিম, অভয়নগর কোদলা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী সুইটি হালদার, মোড়েলগঞ্জ তোরাব মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী সুমাইয়া সুলতানা ইমা, মোড়েলগঞ্জ বহরবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী লামিয়া আক্তার, কালিগঞ্জ বিষ্ণুপুর পি. কে. এম. মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী ঐশি বেদনাথ, কালিগঞ্জ ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী হোসনেয়ারা টুম্পা, শার্শা আগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী শেখ সাগর, চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী ডি. এম. উপহার পারভেজ, চৌগাছা মুক্তারপুর আম-জামতলা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী তানহা জামান, সাতক্ষীরা ঋশিল্পি সেন্টারের পরীক্ষার্থী ধ্রুব বৈরাগাী, রূপসা আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী মহেন্দ্র বিশ্বাস, খুলনাদেয়ানা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী মেহজাবিন ইসলাম, মণিরামপুর বি. ডি. মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী আক্তারুজ্জামান হিমেল, পাইকগাছা সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী রনি সানা, আলমডাঙ্গা ব্রাইট মডেল স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী সামিউল আমম্মেদ, কুষ্টিয়া দিনমনি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী রাইয়ান হাসান, তালাখলিল নগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী ইমরান আলী গোলদার, সাতক্ষীরা শিবপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী সজিব হোসেন, খুলনা সরকারি দৌলতপুর মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী রোহান, ঝিনাইদহ প্রগতি বিদ্যানিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী ফাইজ ইসলাম অরিন, যশোর নিউটাউন দশাহ ফয়সাল ইসলামি ইনস্টিটিউশনের নাসিম রেজা, খাতুন সাতক্ষীরা দেবহাটা সরকারি বি.বি.এম.পি ইনস্টিটিউশনের পরীক্ষার্থীমোস্তাকিম বিল্লাহ, কোঁটচাঁদপুর সাফদারপুর মুনসুর আলী একাডেমীর পরীক্ষার্থী কেএমএসএস হাসিব, খুলনা ফাতেমা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী অরিত্রী ব্যানার্জী , ডুমুরিয়া পল্লী জাগরনী মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী অন্তু রায়, ঝিনাইদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থী ফাতেমা ইসলাম অনিশা, অভয়নগর সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী অর্পণ বিশ্বাস, সাতক্ষীরা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী শেখ তাহসীনা হাবীব মাহী, ঝিনাইদহ গোপালপুর স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী সাফিন সাফায়েত শিমন, খুলনা রেভারেন্ড পল্স হাই স্কুলের পরীক্ষার্থী জুবায়ের আহমেদ তাকবির, খুলনা অনিন্দিতা মন্ডল বি.এইচ.এম.এইচ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী অনু মন্ডল, একই বিদ্যালয়ের পরীক্ষার্থী মলয় কবিরাজ, খুলনা আদর্শ শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী আফসানা মুন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ফারদিন আহমেদ, যশোর সম্মিলনী ইনস্টিটিউশনের পরীক্ষার্থী স্বাক্ষর সাহা, রূপসা কাজদিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী ঘাসান আব্দুল্লাহ, বটিয়াঘাটা হালিয়া বিনোদ বিহারী মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী নিবিদিতা বিশ্বাস, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী সাব্বির হোসেন, অলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী সাকিবুল হাসান, পারুলিয়া এস. এস. মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী ইমন হোসেন, লোহাগড়া শতদল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী ফাহাদ মুস্তাসির, একই বিদ্যালয়ের পরীক্ষার্থী এস. এম. ফাহিম মুনায়েম, খুলনা সালাহ উদ্দিন ইউসুফ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী মেহেনাজ , ঝিনাইদহ কাঞ্চন নগর মডেল স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী মুহিব হাসান হিরাদ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ফারদিন আহমেদ, সাতক্ষীরা দ্য পোল-স্টার পৌর হাই স্কুলের পরীক্ষার্থী নাইমা সুলানা লামিয়া, চিতলমারী সরকারি এস.এম. মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী শেখ পারভেজ ইসলাম, লাবসা ইমাদাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী জোবায়ের আহমেদ,জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী শেখ জহির উদ্দিন।
পরীক্ষা নিয়ন্ত্রক আরো বলেন, বর্ধিত ২০ মিনিট সহ শ্রুতিলেখকের মাধ্যমে পরীক্ষা দেবে ৩৯ পরীক্ষার্থী। তাদের মধ্যে খুলনার খালিশপুর পিপলস্ জুট মিলস্ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী মোঃ সিয়ামের শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র সিমন্তিনী রায় । খুলনা গোয়ালখালী জুনিয়র হাই স্কুলের পরীক্ষার্থী শান্তনা রানীর শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে একই মোসাঃ আফিয়া,গোয়ালখালী জুনিয়র স্কুলের পরীক্ষার্থী লামিয়া খাতুন শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার তন্নিমা , নড়াইল মাটিকুমড়া কালনা মিতালী মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষার্থী তৌফিক রহমানের শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র কাজী তানজিম , যশোর ঝিকরগাছা সরকারি এম.এল মডেল হাই স্কুলের পরীক্ষার্থী মেহেরীন সুলতানা শিউথীর শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে একই স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী হাবিবা নওশিন হিরা , যশোর রাজগঞ্জ পারখাজুরা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী মামুন হোসেনের শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে জি.এম. মাহাদি হাসান , সাতক্ষীরা কালিগঞ্জ নলতা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী রিফাত হোসেনের শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র তামিম শেখ, পাইকগাছা কপিলমুনি সহচরি বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী অমিদ হাসানের শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে একই বিদ্যালয়ের, ৮ম শ্রেণির ছাত্রী হুমাইরা খাতুন, খুলনা স্যাটেলাইট টাউন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী শেখ ফাতিন ইসতিয়াকের শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র হামজা লাল সজীব , খুলনা শিশু মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী রাকিব খানের শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র জামিল আহমেদ শাওন , কুষ্টিয়ামনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী রুহুলের শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র রিফাত , মাগুরা হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী আল শাহরিয়ার নাবিলের শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ইবনে আব্বাস, সাতক্ষীরা বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী রিফাত মারুফ মোল্যার শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র আফিস হোসেন, সাতক্ষীরা বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী মোঃ শাহরিয়া পাভেজ শাওনের শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সাগর হোসেন, খুলনা আমবাড়ীয়া কেটলা মাঝিরগাতী মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী জয়ন্ত পালের শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে গাজীরহাট হাজী নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ঝিলিক পাল, চুয়াডাঙ্গা সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী ইসরাত জাহান অথৈইর শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবেএকই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র সৈয়দ রাফেদুজ্জামান, নড়াইল তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী বদরুদ্দিন ওমরের শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে একই বিদ্যালয়ের৮ম শ্রেণির ছাত্র রাজ চৌধুরী, মাগুরা পারনান্দুয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী আলাউদ্দিন মোল্লার শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রহাবিবুর রহমান, পারনান্দুয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষাথী মোশারফ হোসেনের ইমন। পিপলস্ জুট মিলস্ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী সিয়ামের শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সিমন্তিনী রায়, খুলনা গোয়ালখালী জুনিয়র হাই স্কুলের পরীক্ষার্থী শান্তনা রানীর শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী আফিয়া, খুলনা গোয়ালখালী জুনিয়র হাই স্কুলের পরীক্ষার্থী লামিয়া খাতুনের শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার তন্নিমা, নড়াইল মাটিকুমড়া কালনা মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী তৌফিক রহমানের শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র কাজী তানজিম ইসলাম ,ঝিকরগাছা সরকারি এম.এল মডেল হাই স্কুলের পরীক্ষার্থী মেহেরীন সুলতানার শিউথী র শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী হাবিবা নওশিন হিরা, রাজগঞ্জ পারখাজুরা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী মামুন হোসেনের শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির, জি.এম. মাহাদি হাসান, কালিগঞ্জ নলতা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী রিফাত হোসেনের শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র তামিম শেখ, পাইকগাছা কপিলমুনি সহচরি বিদ্যা মন্দিরের পরীক্ষার্থী অমিদ হাসানের শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী হুমাইরা খাতুন, খুলনা বিদ্যালয়ের পরীক্ষার্থী শেখ ফাতিন ইসতিয়াকের শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র হামজা লাল সজীব, রাজগঞ্জ পার খাজুরা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী মামুন হোসেনের শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র জিএম মাহাদি হাসান, খুলনা শিশু মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী রাকিব খানের শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র জামিল আহমেদ শাওন , কুষ্টিয়া দক্ষিণ মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী রুহুলের শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র রিফাত , মাগুরা হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী আল শাহরিয়ারের শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রনাবিল ইবনে আব্বাস, সাতক্ষীরা বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী রিফাত মারুফ মোল্যার শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির আফিস হোসেন, একই বিদ্যালয়েল পরীক্ষার্থী শাহরিয়া পাভেজ শাওনের শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র সাগর হোসেন, খুলনা আমবাড়ীয়া কেটলা মাঝিরগাতী মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী জয়ন্ত পালের শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে দিঘলিয়া গাজীরহাট হাজী নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ঝিলিক পাল, চুয়াডাঙ্গা সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী ইসরাত জাহান অথৈই শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র সৈয়দ কামরুজ্জামান, নড়াইল তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী বদরুদ্দিন ওমরের শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে খালিশপুর গোয়ালখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সুব্রিতা সাহা, মাগুরা পারনান্দুয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী আলাউদ্দিন মোল্লার শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র হাবিবুর রহমান, একই বিদ্যালয়ের পরীক্ষার্থী মোশারফ হোসেনের শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দেবে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ইমন, খুলনা সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থী মাহজাবীন ইসলাম তাহসীনের পরীক্ষা দেবে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী কানিজ ফাতেমা।