যশোরে অটোরিক্সা চুরির অপবাদ দিয়ে চালপড়া খাওয়ানোর কথা বলে সোহাগ পরিবহনের এক চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে ৬ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার যশোর সদরের পাগলাদাহ গ্রামের শহিদুল ইসলামের ছেলে আহত চালক নুর হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে।
আদালতে দায়ের করা মামলায় আসামিরা করা হয়েছে সদর উপজেলার পাগলাদাহ গ্রামের পূর্বপাড়ার মৃত ভানআরী কাশেমের ছেলে রবি, কবির, আব্দুর রহমানের ছেলে জাহিদ, সহেদ ও একই গ্রামের আমিনুর ও তোতা।
যশোরে অস্ত্রসহ আটক আশরাফুল বিপুলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। বিপুল শহরের আশ্রম রোডের আব্দুর রহমনের বাড়ির ভাড়াটিয়া।
মামলার অভিযোগে জানা গেছে, গত ১৪ নভেম্বর সন্ধ্যায় ডিবি পুলিশ আশ্রম রোডে অভিযান চালিয়ে বিপুলকে আটক ও তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ১০ পিচ বুলেট ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এ ঘটনা আটক বিপুলকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন এসআই রইচ আহমেদ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আটক বিপুলের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
যশোরের ঝিকরগাছার উপজেলার কুমড়ি গ্রামের নুরুল হককে বিদেশে নিয়ে যাওয়ার কথা গুমের অভিযোগে একই গ্রামের আদম ব্যবসায়ী আনিসুর রহমানের আলাদা ধারায় ১৩ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক জয়ন্তী রানী দাস এক রায়ে এই আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আনিসুর রহমান ঝিকরগাছার কুমড়ি গ্রামের জামাত আলী মোড়লের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায় ১৯৯৩ সালে কুমড়ি গ্রামের নুরুল হককে কুয়েতে যাওয়ার প্রস্তাব দেয় একই গ্রামের আদম ব্যবসায়ী আনিসুর রহমান। নুরুল হকের চুক্তি অনুযায়ী প্রথমে ৫৪ হাজার পরে কুয়েতে পৌঁছে বাকি ২১ হাজার টাকা দেয়ার কথা ছিল আনিসুরকে। নুরুল হকের মা রওশনারা বেগমের সবকিছু বিক্রি কলে আনিসুরকে ৫৪ হাজার টাকা দেন। ১৯৯৩ সালের ২৫ জুন নুরুলকে কুয়েতে নেয়ার উদ্দেশ্যে ঢাকাতে নিয়ে যায় আসমি আনিসুর। এরপর থেকে পরিবার নুরুল হকের আর কোন খোঁজ পাওয়া যায়নি। একপর্যায়ে নুরুল হাকে মা ছেলের শোকে ও অর্থ অভাবে ভিক্ষা করতে শুরু করেন। একপর্যায়ে ছেলে নুরুল হককে ফিরে পেতে মা রওশনারা বেগম যশোর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন। জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পান। এর মাঝে রওশনারা মানসিক ভারস্যাম্যহীন হয়ে পড়ায় তৎকালীন যশোর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক অলিয়ার রহমান বাদী হয়ে ১৯৯৪ সালের ২৬ ফেব্রুয়ারি আদম ব্যবসায়ী আনিসুর রহমানকে আসামি করে থানায় মামলা করেন। এই মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি আনিসুরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৪২০ ধারায় ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং ৩৬৪ ধারায় ১০ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আনিসুর রহমান কারাগারে আটক আছে।
পারিবারিক কলহের কারণে ঝিনাইদহ জেলার সদরের আড়মুখ, নলডাঙ্গা ইউনিয়নের পিকুল হোসেনের স্ত্রী বিউটি খাতুন (৩৫) বিষপানে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিউটি খাতুন মারা গেছে। এ ঘটনায় কোতয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
যশোর কোতোয়ালি থানা সূত্রে জানা যায় গত ১৪ সেপ্টেম্বর গৃহবধূ বিউটি স্বামীর বাড়িতে স্বামীর সাথে রাগ করে বিষপান করে। তাকে গুরুতর অসুস্থ্য অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত একই দিন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাালে রাতে ভর্তি করা হয়। যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে গৃহবধূ বিউটি খাতুন মারা যান।
যশোরে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চিহ্নিত সন্ত্রাসীরা ইয়ামিন মন্ডল (২৩) নামে এক যুবককে মারপিটের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে মামলাটি করেন যশোর শহরের শহিদ মশিউর রহমান খয়েরতলা, পালবাড়ীর কামরুজ্জামান লাল্টু ফকিরের স্ত্রী পলি বেগম।
মামলায় আসামিরা হচ্ছেন, সদর উপজেলার আরবপুরের মৃত ইসহাক গাজীর ছেলে সোহরাব হোসেন, একই এলাকার সোহরাব হোসেনের ছেলে জাকারিয়া ও তরিকুল ইসলাম, মৃত মনুর ছেলে মামুন, কদর মৃত মুলা মোলার ছেলে রবি ও ইউনুছ। এ ঘটনায় পুলিশ সোহরাব হোসেন ও তার ছেলে জাকারিয়াকে আটক করেছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত