॥ কাজী নাবিল আহমেদের মনোনয়ন ফরম সংগ্রহ ॥
যশোর অফিস: যশোর-৩ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির নেতা ও বারবার নির্বাচিত সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
রোববার (১৯ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে ফরম সংগ্রহ করেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহদী হাসান মিন্টু।
॥ কুপিয়ে জখম ও টাকা ছিনতাই ॥
যশোরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী সন্ত্রাসীরা সাইফুর রহমান (৬০) নামে এক ব্যক্তিকে গতিরোধ করে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে নগদ ১লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ১৮ নভেম্বর শনিবার সন্ধ্যায় কোতয়ালি থানায় মামলা করেন, সদর উপজেলার ঘুনি নাথপাড়া গ্রামের শেখ সাইফুর রহমানের স্ত্রী মোছাঃ শাহিমা বেগম। মামলায় আসামী করেন, প্রতিবেশী মাওলানা শামসুর রহমানের ছেলে ওবাইদুর রহমান,সহোদর মাহমুদুর রহমান, মৃত মাওলনা আব্দুর রহমানের ছেলে মাওলানা শামসুর রহমান,শামসুর রহমানের স্ত্রী মোছাঃ মাসুদা বেগমসহ অজ্ঞাতনামা ২/৩জন। পুলিশ এ ঘটনায় ওবাইদুর রহমানকে গ্রেফতার করেছে। তাকে রোববার ১৯ নভেম্বর দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
॥ মাদক মামলায় সাত বছরের কারাদণ্ড ॥
যশোরে মাদক মামলায় এক ব্যক্তির সাতবছরের সপ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সপ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে একটি আদালত। রোববার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম সোহানী পূষণ এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি ইয়াকুব হোসেন শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামের আমির আলীর ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৯ জানুয়ারি রাত নয়টায় যশোরের ডিবি পুলিশ গোপন সংবাদ পেয়ে শার্শার মাহিষাকুড়া গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় ইয়াকুবকে নিজ এলাকা থেকে আটক করে। একই সাথে তার কাছথেকে ২শ’পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় ডিবির এসআই খাইরুল আলম বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ডিবির এসআই সেকেন্দার আবু জাফর তদন্ত করে ইয়াকুব হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। সর্বশেষ রোববার এ মামলার রায় ঘোষনার দিনে বিচারক আসামির উপস্থিতিতে এ সাজা প্রদান করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
॥ সোনা চোরাচালান মামলায় রিমান্ড মঞ্জুর ॥
যশোরে সোনা চোরাচালান মামলায় তিনজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক অবন্তিকা রায় এ আদেশ দিয়েছেন। আসামিরা হলো, বেনাপোলের পুটখালি গ্রামের আজমীর, জালাল উদ্দিন ও আজমীর। মামলার অভিযোগে জানা গেছে, গত ১১ নভেম্বর বিজিবির একটি দল নিয়মিত টহল দিচ্ছিলেন সিমান্তের কৃষ্ণপুর এলাকায়। এ সময় একটি মোটরসাইকেলে তিনজনকে যেতে দেখে বিজিবির সন্দেহ হলে তাদের আটক ও দেহ তল্লাশি করে ১২ পিচ সোনার বার উদ্ধার কর হয়। যার ওহন ১ কেজি ৩শ’৯৯ গ্রাম। এ ঘটনায় মামলার পর তদন্তকারী কর্মকর্তা আটক তিন জনের তিনদিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
॥ জেইউজের নিন্দা ॥
দৈনিক লোকসমাজের নির্বাহী সম্পাদক ও প্রেসক্লাব যশোরের সদস্য বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের বাসায় উপর্যুপরি বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ বলেন, জেলা শহরের প্রাণকেন্দ্রে একজন রাজনৈতিক নেতার বাসায় এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড হলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। যা নিয়ে যশোরের সাংবাদিক সমাজসহ গোটা নাগরিকরা উদ্বিগ্ন। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি আনতে পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।