
॥ মাদক বিরোধী অভিযানে আটক ৪ ॥
যশোরে মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে পুলিশ ওমাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। অধিদপ্তরের পরিদর্শ সাইদুরর রহমান জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের খোলাডাঙ্গা গাজীপাড়ার নিজ বাড়ি থেকে শাকিল গাজী (২৬)কে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। শাকিল ওই এলাকার মৃত মোসলেম গাজীর ছেলে।
সদর উপজেলার বসু্িন্দয়া পুলিশ ক্যাম্পের এএসআই সাইফুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, সোমবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার গাইদগাছি গ্রামের একটি চায়ের দোকানের সামনে থেকে আধাকেজি গাঁজাসহ মতিয়ার রহমান (২৮) নামে এক যুবককে আটক করা হয়। মতিয়ার জয়ন্তা উত্তর পাড়ার মুনছুর আলী ফকিরের ছেলে।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই প্রদীপ কুমার রায় জানিয়েছেন, গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের খড়কী এলাকা থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মুন্না শেখ (২০) নামে এক যুবককে আটক করা হয়। মুন্না খড়কী দক্ষিণ পাড়ার ওবায়দুর শেখের ছেলে।
কোতয়ালি থানার এসআই শরীফ আল মামুন জানিয়েছেন, গত রোববার বেলা দেড়টার দিকে চাঁচড়া রায়পাড়া সার গোডাউনের সামনে থেকে ২২ পিস ইয়াব ট্যাবলেটসহ আকাশ ওরফে ইউনুস (২৩) নামে এক যুবককে আটক করা হয়। ইউনুস রায়পাড়া তুলোতলা মোড়ের ওসমান গণির ছেলে।
॥ চাঁদা দাবিতে মারপিট, আটক ১ ॥
যশোরে দাবী কৃত ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের মজনু মিয়া (৫৬) নামে এক ব্যবসায়ীকে মারপিট ও ভেসপা ক্ষতিগ্রস্ত করার ঘটনায় কামাল হোসেন (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় দুইজনের নামে কোতয়ালি থানায় দায়ের করা একটি লিখিত অভিযোগ মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে। অভিযুক্তরা হলো, আটক কামাল হোসেন সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের নুরুল আমিন চৌধুরীর ছেলে। এছাড়া অপনর আসামি হলো একই গ্রামের ফজুল রহমানের ছেলে মাহাবুবুর রহমান ওরফে পিচ্চি বাবু (২৯)।
কোতয়ালি থানার এসআই আনছারুল হক জানিয়েছেন, মামলা হওয়ার পর সোমবার দুপুর দেড়টার দিকে বালিয়া ভেকুটিয়া বাজার থেকে আসামি কামাল হোসেনকে আটক করা হয়। পরে বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
॥ মাকে জখমের পর ছেলেকে পিটিয়ে আহত ॥
যশোরে পূর্ব বারান্দিপাড়ায় পূর্ব শত্রুতার জের যেতে না যেতেই মাকে জখমের পর এবার তার ছেলেকে এলোপাতাড়ী পিটিয়ে আহত করা হয়েছে। এ বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে।
আহত মমতাজ বেগমের ছেলে আবিদ হাসান জানায়, গত রোববার রাতে মায়ের জন্য হাসপাতালে রাতের খাবার নিয়ে বাড়ির থেকে বের হয়। এসময় বাড়ির সামনে সলিং রাস্তা মোটরসাইকেল চলমান অবস্থা থেকে আবিদকে টেনে হিঁচড়ে ফেলে বেধর মারপিট করে শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মনিরুজ্জামান ওরফে কসাই মনির ও তাঁর স্ত্রী শ্যামলী, শালক শিমুল, সাইফুল, ইসমাইলসহ আর অনেকেই অঙ্গাত ১০/১৫ জন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আবিদকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সহকারী রেজিস্ট্রার ডাঃ মোঃ রায়হানুল ইসলাম ইমন জানান, গত রোববার রাতে আবিদ হাসানকে গুরুতর অবস্থা ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে দুই পায়ে ও হাতে, পিঠে, চোখসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতে চিহ্ন রয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।