যশোর অফিস : যশোরে মায়ের ওপর রাগ করে স্মৃতি (১৬) নামে এক কিশোরী অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট সেবন করে চিকিৎসাধীন অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারা গেছে। কিশোরী স্মৃতি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামের মৃত সরোয়ার হোসেনের মেয়ে। এ ঘটনায় কোতয়ালি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
কোতয়ালি থানা পুলিশ জানায়,গত ৫ এপ্রিল সকালে মায়ের সাথে সাংসারিক কাজকর্ম নিয়ে মায়ের সাথে স্মৃতির রাগারাগি হয়। মায়ের বকুনিতে কিশোরী অভিমান করে ঘরে থাকা গ্যাসের ট্যাবলেট অতিরিক্ত সেবন করে । বাড়ির লোকজন টের পেয়ে তাকে দ্রুত ওই দিন রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার গভীর রাতে তিনি মারা যায়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত