
যশোর অফিস : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৪র্থ তলায় ১৪নং শিশু ওয়ার্ডের মধ্যে চিকিৎসকদের সরকারি কাজে বাধা প্রদানসহ লাঞ্ছিত করার অভিযোগে আবু বক্কার নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে মামলাটি করেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আরএমও মনিরামপুর উপজেলার কামালপুর গ্রামের বাসিন্দা দিলীপ কুমার চক্রবর্তীর ছেলে ডাক্তার পার্থ প্রতিম চক্রবর্তী। আসামি করেন সদর উপজেলার মুড়লী জোড়া মন্দির এলাকার আব্দুল খালেকের ছেলে আবু বক্কারকে।
মামলায় ডাক্তার পার্থ প্রতিম চক্রবর্তী উল্লেখ করেন, গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তিনি হাসপাতালের ৪র্থ তলায় ১৪নং শিশু ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক সরকারি জরুরী চিকিৎসার কাজে ব্যস্ত থাকাকালীন দুপুর ১২টায় উক্ত হাসপাতালের সরকারি কর্তব্যরত চিকিৎসক একটি মূমূর্ষ রোগীর চিকিৎসা কারকালীন উপরোক্ত আসামি আবু বক্কারসহ অজ্ঞাতনামা আসামিরা শিশু ওয়ার্ডে এসে তর্ক-বির্তক শুরু করে। এক পর্যায়ে উক্ত হাসপাতালে চিকিৎসকদের সরকারি কাজে বাধা প্রদান করে। এ সময় চিকিৎসকদের শারীরিকভাবে লাঞ্ছিত করাসহ ধাক্কাধাক্কি করতে থাকে। তৎক্ষণিক চিকিৎসক কর্মচারীরা উক্ত আসামিকে আটক করে পুলিশে সংবাদ দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করে।