যশোর অফিস : যশোর পৌরসভা প্রশাসনের উদ্যোগে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনেসহ বিভিন্ন সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কে এম আবু নওশাদ এর নির্দেশে ইঞ্জিনিয়ার কামাল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে হাসপাতাল মোড় থেকে নিকুঞ্জের মোড় পর্যন্ত রাস্তার দুপাশে চায়ের দোকান, টোং দোকান, ঠেলা দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং, ইজিবাইক ও এ্যাম্বুলেন্স পার্কিংয়ের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হয়। এছাড়া শহরের কাপুড়িয়া পট্রি রোর্ডেও অবৈধ গড়ে উঠা টোং দোকান, ঠেলা দোকান উচ্ছেদ করা হয়েছে।
পৌরসভার ইঞ্জিনিয়ার কামাল আহমেদ জানান, হাসপাতাল এলাকায় যানজট বেড়ে যাওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে বেশকিছু অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে। সেখানে পুনরায় নজর রাখা হচ্ছে, যদি আবারও যানজট সৃষ্টি হয় আবারও অভিযান চালানো হবে।