যশোর অফিস : ইয়াবা বেচাকেনার অভিযোগে রনি মিয়া ওরফে রনি নামে এক যুবককে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। সে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সরালিয়া গ্রামের। বর্তমানে যশোর শহরতলী পালবাড়ী মোড় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে (বাছেদ এর বাড়ির ভাড়াটিয়া) মৃত আকবর আলী শেখের ছেলে। এ সময় তার সহযোগী মাগুরা জেলার শালিখা থানার ঝুনারী গ্রামে বর্তমানে যশোর শহরের ঘোষপাড়া কাঁচা বাজার সংলগ্ন (হবিবার রহমান হবির বাড়ি) আব্দুল হাকিম মোল্যার ছেলে ও হাবিবার রহমান ওরফে হবির জামাতা মিলন হোসেন। এ ঘটনায় গত রোববার রাতে কোতয়ালি থানায় সিআইডির এসআই ফকরুল ইসলাম বাদি হয়ে গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মামলা দিয়েছে।
মামলায় উল্লেখ করেন, গত রোববার দুপুরে বিশেষ অভিযান ডিউটিতে আরবপুর রেলগেটে অবস্থানকালে দুপুর ২ টা ৪০মিনিটে গোপন সূত্রে খবর পান পালবাড়ি মোড়স্থ কেন্দ্রীয় জামে মসজিদের পূর্বপাশে সিঙ্গার শো’রুমের সামনে কথিত মাদক তারবারিরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রনি মিয়াকে গ্রেফতার করে। সহযোগী মিলন হোসেন পালিয়ে যায়। পরে রনি মিয়ার কাছ থেকে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করে। পরে তাকে কোতয়ালি থানায় সোপর্দ করে নিয়মিত মামলা দায়ের করেন। সোমবার দুপুরে রনি মিয়াকে আদালতে সোপর্দ করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত