
নওয়াপাড়া অফিস : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ যশোর ৪ নং আসন (অভয়নগর, বাঘারপাড়া ও সদরের বসুন্দিয়া ইউনিয়ন) থেকে আ.লীগ এর দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আ.লীগের সভাপতি এনামুল হক বাবুল। রোববার বিকালে দলের কেন্দ্র থেকে এ ঘোষণা পাওয়ার সাথে সাথে অভয়নগরবাসী আনন্দে মেতে উঠে। নওয়াপাড়ায় উপজেলা দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা একজন আরেকজনকে মিষ্টি মুখ করাতে দেখা যায়। খন্ড খন্ড মিছিলে মুখরিত হয়ে উঠে নওয়াপাড়া নগর।
বাঘারপাড়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, ‘এনামুল হক বাবুল একজন দুর্নীতি মুক্ত নেতা। তার পিতা অভয়নগর ও বাঘারপাড়ায় আ.লীগের সংগঠন প্রতিষ্ঠিত করার জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছেন। সেই পরিচয়ের সূত্র ধরে তিনি এলাকার দলীয় নেতা কর্মীদের কাছে গভীর শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি ব্যাপক ভোটে জয়লাভ করবেন।’
৫২ এর ভাষা সৈনিক বাঘারপাড়ার বাসিন্দা আলতাপ হোসেনের পুত্র উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আহবায়ক মাসুম রেজা খান বলেন, ‘এনামুল হক বাবুল ভিন্ন উপজেলার বাসিন্দা হলেও এখানে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এলাকার সাধারণ জনতা বর্তমান এমপি রণজিত কুমার রায়ের বিকল্প নেতা হিসাবে তাকে মনে প্রাণে বেছে নিয়েছেন।’
অভয়নগর উপজেলার প্রত্যান্ত সিদ্দিপাশা ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন,‘ বাবুল ভাই একজন ভাল লোক তিনি নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়ন হবে।’