যশোর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (বাঘারপাড়া -অভয়নগর) আসনের নোঙ্গর প্রতীকের প্রার্থী সুকৃতি কুমার মন্ডল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
সুকৃতি কুমার মন্ডল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দলোন (বিএনএম) এর প্রতীকের নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।
সংবাদ সম্মেলনে সুকৃতি মন্ডল বলেন, আমি যশোর-৪ আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু সুষ্ঠু, স্বাভাবিক ও আইনগত দিক দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট হয়ে যাওয়ায় আমি নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে দাঁড়াচ্ছি। আমি কাউকে সমার্থন দিয়ে বা কারও চাপে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না। আমি সম্পূর্ণ স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন করলে তিনি সরাসরি কোন উত্তর না দিয়ে উদাহরণ দিয়ে বলেন, আওয়ামী লীগ, আওয়ামী লীগের নাতী- নাতনী, গ্যাতি গুষ্টি নিয়ে নির্বাচন করছে। এ নির্বাচনে আমাদের দাওয়াত ছিল। আমরা এসেছিলাম। ভালো পোশাক-আশাক পরেই নির্বাচনে এসেছিলাম। কিন্তু এসে দেখি মেজবানী খাওয়ার যে দাওয়াত ছিল সেটা অলরেডি খাওয়া হয়ে গেছে। তাই আমি স্বসম্মানে বিদায় নিয়েছি।
নিরাপত্তা পরিবেশের বিষয়ে তিনি বলেন, আমি প্রার্থী হওয়ার পর থেকে প্রশাসন আমাকে নিরাপত্তা দিয়েছে। এসকল বিষয়ে আমার কোন অভিযোগ নেই।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন,
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি প্রকৃতি কুমার মন্ডল, সহকারি শুলভ বিশ্বাস,
যশোর জেলা সভাপতি অ্যাডভোকেট শেখর চন্দ্র সরকার, বাঘারপাড়া উপজেলা সভাপতি উত্তম কুমার মন্ডল, পায়রা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন, দরাজহাট ইউনিয়নের সভাপতি বিধান দেবনাথ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত