
আশরাফুজ্জামান, কেশবপুর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ যশোর-৬ কেশবপুর আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক দুইবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেন পেয়েছেন ১৭২০৯ ভোট, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক যশোর জেলা পরিষদের সদস্য ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম ৪৮৯৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার পেয়েছেন ৩৯২৬৯ ভোট ,ও জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের জি এম হাসান পেয়েছেন ৬৪০ ভোট। (কেশবপুর) আসনে ৮১টি কেন্দ্রে ৫০৮টি কক্ষে ভোটগ্রহণ হবে। পুরুষ কক্ষ ২৪৩টি। মহিলা কক্ষ ২৬৫টি। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৯২৪ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯ হাজার ৯১৩ জন। মহিলা ভোটার ১ লাখ ৮ হাজার ১০জন। হিজড়া ভোটার ১ জন। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন চলেছে।

