জন্মভূমি ডেস্ক : গাজীপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম- মো. আলীম উদ্দিন খান (৭৭)।
রবিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এটিইউয়ের মিডিয়া শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত মো. আলীম উদ্দিন খান দীর্ঘ ছয় বছর ধরে নিজ পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলো।
এটিইউয়ের ইন্টেলিজেন্স উইং তার বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে দীর্ঘদিন ধরে গ্রেফতারের প্রচেষ্টা চালাচ্ছিল। এরই ধারাবাহিকতায় তার অবস্থান শনাক্ত করতে সমর্থ হলে শ্রীপুর থানা ও ময়মনসিংহ জেলার পাগলা থানার পুলিশের সমন্বয়ে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন কাওরাইদ বেলদিয়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত