
মোংলা প্রতিনিধি : বিদেশী সহায়তা ও শক্তির উপর নির্ভর করে যারা দেশের ক্ষমতায় আসতে চক্রান্ত করছে তারা দেশ ও জাতির শত্রু। কারণ দেশের সুনাম ক্ষুন্ন করে নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে। শনিবার সন্ধ্যা ৭ টায় মোংলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন চিত্র নায়ক শাকিল খান। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন ও অগ্রগতি হয়েছে। তাই আগামী নির্বাচনে জনগণ আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে চিত্র নায়ক শাকিল খান বিএনপি ও জামায়াতকে উদ্দেশ্য করে আরও বলেন, যারা বিদেশী বন্ধুদের পিছু হাটছেন, তারা ভুল পথে এগোচ্ছেন। কারণ জনগণ সকল ক্ষমতার উৎস তাই জনগনকে সঙ্গে নিয়ে তাদের পথ চলা উচিৎ।
প্রেসক্লাব সভাপতি মনিরুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, মোঃ হাসান গাজী, শফিকুল ইসলাম শান্তসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
এর আগে চিত্র নায়ক শাকিল খান মোংলা উপজেলার জয়মনি, চিলা, বৈদ্দমারী, টাটিবুনিয়া ও পৌর শহরের বিভিন্ন স্থানে গনসংযোগ সহ বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে পথ সভা ও লিফলেট বিতরন করেন। এ সময় তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও নৌকার মনোনয়ন প্রত্যাশ করেন এবং উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন।
এ সময় তার সঙ্গে রামপাল গোরম্ভা ইউপি চেয়ারম্যান রাজিব সরদার, ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল, মোংলা পৌর আ’লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, অহিদুজ্জামন, শহিন শিকদার, দুলাল, শাহরিয়ার নাজিম, রামপাল মৎস্যজীবি লীগ নেতা শেক ইনতাস আলী, ইউপি সদস্য শাহনাজ পারভীন, চম্পক কুন্ডু ও বীর মুক্তিযোদ্ধা কেশব লাল প্রমুখ।