জন্মভূমি ডেস্ক : যুক্তরাষ্ট্রের স্টেট পার্লামেন্ট নির্বাচনে সিনেটর, প্রে-টেম মেয়র, কাউন্সিল অ্যাট লার্জ, কাউন্সিলর ও ওয়ার্ড সুপারভাইজার পদে ১১ প্রবাসী বাংলাদেশি বিপুল ভোটে জয় পেয়েছেন। এই বিজয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে বইছে আনন্দের বন্যা। তাদের অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর অনুষ্ঠিত স্টেট পার্লামেন্ট নির্বাচনে একজন সিনেটরসহ কাউন্সিলর পদে অন্তত ১০ বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী জয় পেয়েছেন। নির্বাচনে ভার্জিনিয়া স্টেটে সিনেটর হিসেবে বিজয়ী হয়েছেন সাদ্দাম সেলিম। ফিলাডেলফিয়া সিটির কাউন্সিল অ্যাট লার্জ (মেয়রের সমপর্যায়ের) পদে বিজয়ী হয়েছেন ড. নীনা আহমেদ। নিউইয়র্ক সিটি কাউন্সিলে কাউন্সিলর হিসেবে আবারও জয়ী হয়েছেন শাহানা হানিফ। মেলবোর্ন সিটির নির্বাচনে কাউন্সিলর পদে আবারও জয়ী হয়েছেন নুরুল হাসান এবং সালাহউদ্দিন মিয়া।
এছাড়া মিশিগান স্টেটের হ্যামট্রমিক সিটির প্রো-টেম মেয়র হিসেবে কামরুল হাসান টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন। সেখানে প্রথমবারের মতো কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন মোহতাসিন সাদমান। এ ছাড়া হাডসন সিটি কাউন্সিলে বিজয়ী হয়েছেন কাউন্সিলর শেরশাহ মিজান, দেওয়ান সারওয়ার এবং রনি ইসলাম ও ওয়ার্ড সুপারভাইজার আবদুস মিয়া।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরব সফররত পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন নির্বাচনে জয়ী প্রবাসী বাংলাদেশিদের অভিনন্দন জানিয়েছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত