
জন্মভূমি ডেস্ক : ভারতীয় বংশোদ্ভূত এক বিত্তশালী দম্পতি এবং তাদের মেয়েকে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে নিজেদের বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নরফোক ডিস্ট্রিক্ট অ্যাটর্নি (ডিএ) মাইকেল মরিসি জানিয়েছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাকেশ কামাল (৫৭), তার স্ত্রী টিনা (৫৪) এবং তাদের ১৮ বছর বয়সী মেয়ে আরিয়ানাকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মার্কিন কর্তৃপক্ষ বলছে, প্রাথমিক তদন্তে জানা গেছে বাইরের কোনো সম্পৃক্ততা ছাড়াই এটি ‘ঘরোয়া সহিংসতার মারাত্মক ঘটনা’। কামাল পরিবার মূলত ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রযুক্তি শিল্প ব্যবসায় নিজেদের প্রতিষ্ঠিত করেছিল এবং এডুনোভা নামে একটি শিক্ষাবিষয়ক কোম্পানি পরিচালনা করতেন। যদিও কোম্পানিটি বর্তমানে আর নেই হয়ে গেছে।
রাকেশ কামাল, বোস্টন ইউনিভার্সিটি ও এমআইটি স্লোন স্কুল অফ ম্যানেজমেন্ট এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র। শিক্ষা বিষয়ক পরামর্শক হিসেবেও কাজ করেছেন তিনি। ২০১৬ সালে স্ত্রীর সঙ্গে শিক্ষা বিষয় প্রযুক্তি কোম্পানি শুরু করেছিলেন তিনি।
বোস্টন গ্লোবের প্রতিবেদন অনুসারে, শুরুতে ব্যবসা ভাল চলছিল। ২০১৯ সালে কামাল ডোভারে ৪০ লাখ ডলার মূল্যের ১৯ হাজার বর্গফুটের ১১টি বেডরুম বিশিষ্ট একটি বাড়ি কেনেন। ডোভার এলাকাটি ম্যাসাচুসেটসের সবচেয়ে ধনী এলাকার মধ্যে একটি। যদিও এক বছর আগে সেই বাড়ি নিলামে তুলে বিক্রি করে দেন এই দম্পতি।
নথিপত্র অনুসারে, ২০২১ সালে কামালের কোম্পানিটি বিলুপ্ত হয়ে যায়। এরপর থেকেই কামাল পরিবারে আর্থিক টানাপোড়েন শুরু। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী টিনা কামাল ২০২২ সালে নিজেদের দেউলিয়া ঘোষণা করেন। পরে ওই দম্পতি ব্যাপক আর্থিক অনটনের মধ্যে ছিল বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে কামালের এক আত্মীয় পুলিশকে ফোন করেন। বেশ কয়েকদিন ধরে কোনো ধরনের যোগাযোগ করতে না পারায় তারা কামালের বাড়িতে খোঁজ নিতে যান। এরপর পুলিশ বাড়ির ভেতর থেকে রাকেশ, টিনা ও আরিয়ানার মরদেহ উদ্ধার করে। তদন্ত শেষে এ ঘটনার নির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।