ক্রীড়া প্রতিবেদক : একদিন বাদে স্বাগতিক ইউএস এর বিপক্ষে টাইগারদের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু। তার ৩দিন আগে অবশ্য সিরিজের ভেন্যু হিউস্টন প্রিভিউ ক্রিকেট কমপ্লেক্স পড়ে ঝড়ের কবলে। সবকিছু হয়ে যায় লণ্ডভণ্ড।
বাংলাদেশ যুক্তরাষ্ট্র সিরিজের ম্যাচগুলো মাঠে গড়ানো নিয়ে তৈরি হয় শঙ্কা। তবে এবার সব শঙ্কা উড়িয়ে দিলেন আয়োজকরা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২১ মে শুরু হওয়ার কথা সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী নতুন করে বড় ধরণের কোন বিপর্যয় ঘটার আশঙ্কা নেই। তাই তো যথাসময়েই মাঠে নামবেন শান্তরা।
আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয় সম্প্রতি হিউস্টনে হারিকেনের রচিত বাতাসের উল্লেখযোগ্য প্রভাবের পরে ইউএসএ ক্রিকেট ঘোষণা করতে পেরে আনন্দিত যে আসন্ন ইউএসএ বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ পরিকল্পনা অনুযায়ী চলবে। প্রিভিউ ক্রিকেট কমপ্লেক্সর গ্রাউন্ড স্টাফদের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ।
স্টেডিয়াম ঝড়ের কবলে পড়ায় অনুশীলনে দুই দলকে বেশ বেগ পেতে হয়। এই ফাঁকে শুরুর দিকে বাংলাদেশ দল জিম সেশন বেশিরভাগ সময় ব্যয় করেছে। তারপর অবশ্য মাঠের অনুশীলনও শুরু করতে পারে তারা। এই বিষয়ে আয়োজকরা জানান যদিও প্রাথমিক দুটি অনুশীলনের দিন হারিকেনের কারণে বাধার সম্মুখীন হয়েছিল। পরে এটি নিশ্চিত করা হয়েছে যে উভয় দলই এখন থেকে অনুশীলন সেশন শুরু করেছে।
বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেয়ার লক্ষ্যেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই সিরিজ খেলবে টাইগাররা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি সঠিক টিম কম্বিনেশনের খোঁজে শান্ত বাহিনী। ইউএসএর বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচ বাংলাদেশ সময় একুশ মে রাত ৯টায়।
সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে ২৩ ও ২৫ মে। সবগুলো খেলায় শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এই সিরিজ শেষে বিশ্বকাপ মিশন শুরু হয়ে যাবে বাংলাদেশের।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত