
ডেস্ক রিপোর্ট : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলি বাহিনী হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৪টি শিশুও রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
এর আগে, দক্ষিণ রাফায় বন্দুকযুদ্ধে ইসরাইলের এক সেনা সদস্য আহত হলে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘শক্তিশালী’ হামলার নির্দেশ দেন।
মঙ্গলবারের (২৮ অক্টোবর) এই হামলা যুদ্ধবিধ্বস্ত অঞ্চটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সবচেয়ে সহিংস হামলা।
একজন অ্যাম্বুলেন্স কর্মী জানিয়েছেন, আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থলে ইসরাইলি হামলায় তিনজন নিহত হয়েছেন। উত্তরাঞ্চলীয় গাজা শহরের তাল আল-হাওয়া এলাকায় একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় এক মা ও তার মেয়ে নিহত হয়েছে বলে জানিয়েছে আল-শিফা হাসপাতালের একটি সূত্র।
আল-আওদা হাসপাতাল জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলে বুরেইজ শরণার্থী শিবিরের একটি বাড়িতে হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এছাড়াও বেইত লাহিয়ায় ফিলিস্তিনিদের আশ্রয়স্থলে অবস্থিত একটি স্কুলে হামলায় তিনজন নিহত হওয়ার খবর জানিয়েছে জরুরি চিকিৎসা সূত্র।
অন্যদিক, হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে বলেছে, তারা নিখোঁজ ইসরাইলি পণবন্দীর লাশ হস্তান্তরের পরিকল্পনা স্থগিত করবে।
তারা এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, ইসরাইলের যেকোনো উস্কানি লাশ অনুসন্ধান, খনন ও উদ্ধার অভিযানকে ব্যাহত করবে এবং বাকি ১৩ জন পণবন্দীর লাশ উদ্ধারে বিলম্ব হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত