জন্মভূমি ডেস্ক : ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের যুদ্ধ চলমান। এই যুদ্ধের শেষে হামাস নিয়ন্ত্রিত গাজার নিরাপত্তার দায়িত্ব ইসরায়েল নেবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, ‘যুদ্ধের পর অনির্দিষ্ট সময়ের জন্য গাজার সামগ্রিক নিরাপত্তার দায়িত্ব নেব আমরা।’ খবর এএফপির।
অস্ট্রেলিয়ার সম্প্রচার মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘যখন আমাদের কাছে নিরাপত্তা দায়িত্ব ছিল না, তখন হামাস যেরকম হত্যাযজ্ঞ চালিয়েছে, তা আমরা কল্পনাও করতে পারিনি।’
গাজায় যুদ্ধবিরতির জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্ব নেতারা। তবে, এই আহ্বান সমর্থন না করার কথা জানিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধবিরতি হবে না- সাধারণ যুদ্ধবিরতিও হবে না– বন্দিদের মুক্তি না দেওয়া পর্যন্ত। যতদূর সম্ভব সেখানে এক ঘণ্টা, দুই ঘণ্টার জন্য কৌশলগত সামান্য বিরতি আমরা আগেও দিয়েছি। গাজায় মানবিক পণ্যের প্রবেশ বা জিম্মিদের অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হতে পারে।’
৭ অক্টোবর হামাসের হামলার দায় তিনি কতটুকু নেবেন এমন প্রশ্নে নেতানিয়াহু বলেন, ‘এ দায় আমারই নিতে হবে। এটি কোনো প্রশ্ন নয়। যুদ্ধ শেষে এর সমাধান করা হবে।’
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত