বিজ্ঞপ্তি : শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীতে বাংলাদেশ যুব মৈত্রী ও বাংলাদেশ ছাত্র মৈত্রীর জেলা শাখার যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি জেলা কার্যালয় থেকে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয় চত্বরে যুব মৈত্রী জেলা সভাপতি প্রভাষক রেজওয়ান রাজার সভাপতিযেত্ব ও সাধারণ সম্পাদক এড. কামরুল হোসেন জোয়াদ্দারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন পার্টির জেলা সাধারণ সম্পাদক দেলওয়ার উদ্দিন দিলু ও মহানগর সাধারণ সম্পাদক এস এম ফারুখ-উল ইসলাম, নারায়ণ সাহা। আরও বক্তৃতা করেন প্রভাষক জাহাঙ্গীর আলম, প্রভাষক গৌতম কুমার কুন্ডু, বিকাশ চন্দ্র মন্ডল, কৃষ্ণকান্তি ঘোষ, অরূপ নাগ, সরদার আব্দুর রহমান মেম্বার, এনামুল কবির, সৈকত সরদার, আক্তার ফারুক বিপ্লব, নজরুল শেখ, মফিজুল পাড়, শুভঙ্কর সানা, অরণ্য মন্ডল, তাপস সরকার, তন্ময় পাল, সদানন্দ পাল প্রমুখ নেতৃবৃন্দ।