
জন্মভূমি রিপোর্ট : যোগীপোল ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা মঙ্গলবার বিকাল ৪টায় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়। যোগীপোল ইউনিয়ন চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং ইউপি সদস্য জি এম এনামুল কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ। আমন্ত্রিত অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোড়ল আনিছুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন খানজাহান আলী থানা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মো. ইউসুফ আলী খলিফা, মোড়ল হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা স ম বাবর আলী, শিরোমণি ওয়েভ জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক সরদার আল মাসুদ লিটন, আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মাদ মুন্সি। বক্তৃতা করেন ইউপি সদস্য হোসেন আলী হাওলাদার, মাহফুজা বেগম, সাহারা জলি খানম, হাফিজা বেগম, কাজী শহিদুল ইসলাম, মামুন শেখ, মনির হোসেন, গোলাম কিবরিয়া, রফিকুল ইসলাম, আমজাদ হোসেন, হাফিজুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম। ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বার্ষিক খসড়া বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব আসমা খাতুন। উন্মুক্ত বাজেট সভায় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শ্রেনি-পেশার মানুষসহ সামাজিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঘোষিত প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ৩ কোটি ১৩ লক্ষ ৬ হাজার ৭৯৬ টাকা এবং ব্যায় ধরা হয়েছে ৩ কোটি ৯ লক্ষ ৭৪ হাজার ৮৬৩ টাকা। বাজেটে উদ্বৃত্ত রয়েছে ৩লক্ষ ৩১ হাজার ৯৩৩ টাকা।