বিজ্ঞপ্তি : জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, খুলনা জেলা শাখার আয়োজনে সংগঠনের কেন্দ্রীয় তত্ত্বাবধানে কিশোর ও সাধারণ বিভাগের রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ আগামী ২৪ নভেম্বর ’২৩ শুক্রবার খুলনা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ৯টায় শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হবে। দিনব্যাপী এই কর্মসূচির শেষে শিক্ষার্থীদের সনদপত্র প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংগঠনের পক্ষ থেকে প্রফেসর সাধন ঘোষ ও মিনা মিজানুর রহমান শিক্ষার্থীদের অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত