জন্মভূমি ডেস্ক : আসন্ন রমজানের আগে আগে আমদানি করা কোনো পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল (৭ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ড. সালেহউদ্দিন আহমেদ জানান, বাজার মনিটরিং আরও জোরদার করতে হবে। খুচরা পর্যায়ে বেশি মনিটরিং করতে হবে। রোজার আগে আর নতুন করে কোনো পণ্যে শুল্ক আরোপ করা হবে না।
চালের দাম নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, সব ধরনের চালের দাম বাড়েনি, চালের একটি ধরনের দাম বেড়েছে, সেটি সরবরাহ পদ্ধতির কারণে হচ্ছে।