
জন্মভূমি রিপোর্ট : বহুল আলোচিত রহিমা বেগম অপরহরণের ঘটনায় পিবিআইয়ের দেওয়া তদন্ত প্রতিবেদনের বিপক্ষে নারাজির আবেদন করেছেন বাদী আদুরী বেগম। রোববার খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর আদালতে তিনি এ আবেদন করেন। আবেদন শুনানির জন্য আদালত আগামী ৮ মে শুনানির দিন নির্ধারণ করেছেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জেসমিন পারভীন জলি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে মামলাটি বিচারের জন্য এ আদালতে এসেছে। রোববার এ মামলার কর্মদিবস ছিল। মামলার বাদী রহিমা বেগমের মেয়ে আদুরী বেগম পিবিআইয়ের দাখিল করা তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেছেন। আদালতের বিচারক রফিকুল ইসলাম সেটি গ্রহণ করে শুনানির জন্য আগামী ৮ মে দিন নির্ধারণ করেছেন। মামলার আসামিরা আগে থেকেই জামিনে ছিলেন। মেয়াদ শেষে রোববার আদালতে উপস্থিত হয়ে পুনরায় আবেদন করলে বিচারক তাদের জামিন বর্ধিত করেন আদালত।
মামলার বাদী আদুরী বেগম বলেন, রোববার আদালতে গিয়েছিলাম। পিবিআই আদালতে যে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে সেটি আমাদের মনোপুত না হওয়ায় আইনজীবীর মাধ্যমে নারাজি আবেদন জানিয়েছি।