ডেস্ক রিপোর্ট : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে মোস্তাকুর রহমান জাহিদ এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মেয়েদের ৬টি হলসহ মোট ১৭টি হলের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবির পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৯ হাজার ২৯০।
অন্যদিকে জিএস পদে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ১১ হাজার ৫৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, শিবির সমর্থিত ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৯ ভোট, যা থেকে আম্মারের ব্যবধান দাঁড়ায় ৫ হাজার ৮০৮ ভোটে।
সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা ছিল তুলনামূলকভাবে তীব্র। এই পদে শিবির সমর্থিত সালমান সাব্বির ৬ হাজার ৯৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৬ হাজার ৯১ ভোট।
রাতভর গণনার পর জানা যায়, এখন পর্যন্ত ঘোষিত ছয়টি মেয়েদের হলের মধ্যে পাঁচটি হলে শিবির প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। বাকি এক হলে সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, রাকসুর ২৪টি পদের মধ্যে ২২টিতেই শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা শেষে বলেন, রাকসু নির্বাচন দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তারা গণতান্ত্রিক চর্চার নতুন সূচনা দেখছেন। শিক্ষার্থীদের সহযোগিতা ও দায়িত্বশীল আচরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বস্তি প্রকাশ করেছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত