
চুলকাটি প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার ৯নং রাখালগাছি ইউনিয়নের ৩নং ওয়ার্ড কর্তৃক আয়েজিত গণসংযোগ ও মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টার সময় যতীনের মোড়ে রাখালগাছি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও মতবিনিমিয় সভায় ৩নং ওয়ার্ড সভাপতি শুকুর আলী ফকির এর সভাপতিত্বে ও সদর থানার ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এমএ সালাম, পৌর বিএনপি নেতা শমসের আলী মোহন, বাগেরহাট সদর উপজেলার নবনির্বাচিত সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, রাখালগাছি ইউনিয়ন বিএনপির, সভাপতি ফকির আল মামুন টিপু, সাধারণ সম্পাদক খান গোলজার আলী, বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আশরাফ ঢালী, যুবদল নেতা মিজানুর মাহমুদ রাজন, সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম রোমান, নাজমুল ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ আনছার আলী, খানপুর ইউনিয়ন বিএপির, সভাপতি খান হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ বাবুল ফকির, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শেখ সোবহান, তরিকুল মোল্লা প্রমুখ। এসময় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মহিলাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগ মতবিনিময়ে সভায় প্রধান অতিথি বলেন,” ৫ আগষ্ট বিল্পবে ফ্যাসিষ্ট সরকারের পতনের পর দেশে আমরা স্বাধীনতার স্বাদ উপভোগ করছি দেশের মানুষ এখন কথা বলার বাক স্বাধীনতা পেয়েছে, ভোট কেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে ভোট প্রদানের পরিবেশ সৃষ্টি হয়েছে। এর আগে দেশ গণতন্ত্র থেকে সৈ¦রাতন্ত্রে পরিণত হয়েছিল। দেশের মানুষ বাকরুদ্ধ ছিল। বিএনপি’র নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করা হয়েছে। সৈ¦রসরকারের নেতা-কর্মীদের অনিয়ম-দুর্নীতিতে দেশের সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। সাধারন মানুষ সহ বিরোধীদলের নেতা-কর্মীরা ভোট দিতে মাঠে যেতে দেয়নি। ৫ আগষ্ট ছাত্র-জনতার বিল্পবের পর দেশের মানুষ এখন মুক্তভাবে মত প্রকাশের সুযোগ পেয়েছে। মানুষ এখন ভোটাধিকার প্রয়োগের সুযোগ এসেছে। ভোটাররা প্রায় দেড়যুগ পর নিজের ভোট নিজের পছন্দসই প্রার্থীকে দিতে পারবে। যখন অর্ন্তকালীনবর্তী সরকার সংস্কারের কাজ করে যাচ্ছে, তখনই ফ্যাসিষ্টের দোসররা দেশ নিয়ে ষড়যন্ত্র সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হনে। সকলকে ষড়যন্ত্রের বিষয়ে সচেতন থাকার আহবান জানান। বর্তমান অন্তরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস প্রতি আমাদের বিশ্বাস গণতান্ত্রিকভাবে ফেব্রুয়ারিতে গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে। জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা প্রস্তাব করে। আজ যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে তার বেশির ভাগই ৩১ দফাতে আছে।

