
চুলকাটি অফিস : বাগেরহাট সদর উপজেলার ৯নং রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম ফারাজী গত রবিবার বিকাল ৫টার সময় নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য চুলকাটি বাজারে (সাবেক সাতক্ষিরা জেলার সিভিল সার্জন) ডাক্তার উৎপল কুমার দেবনাথকে দেখানো হলে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত ভাবে নেওয়ার জন্য পরামর্শ দেন। পারিবারিক ভাবে জানা যায়, রবিবার বিকালে হার্টের সমস্যা জনিত কারনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৩দিন যাবত ধরে চিকিৎসাধীন ও নিবির পর্যবেক্ষনে রয়েছেন। রাজপথের জনদরদী ইউনিয়ন আওয়ামী লীগের মানবতার ফেরিওয়ালা ও বর্ষিয়ান নেতার অসুস্থতার খবর শুনে বিভিন্ন মসজিদ-মন্দিরে সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করা হয়েছে। অসুস্থ ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম ফারাজীর আশু রোগ মুক্তির জন্য তার পরিবার, আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া চেয়েছেন।