জন্মভূমি ডেস্ক : কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় রাজধানীতে গত এক সপ্তাহে আড়াই হাজারের বেশি মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৫২ জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এ ছাড়া রাজধানীতে বিভিন্ন স্থাপনায় হামলা ও নাশকতার অভিযোগে গতকাল গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ১৪১ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ ১৯ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে দিয়েছেন আদালত।
গতকাল ডিএমপির সদর দপ্তর সূত্র জানিয়েছে, গত সাত দিনে ঢাকায় গ্রেফতার করা হয়েছে ২ হাজার ৫০৬ জনকে। গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছে ২৫২ জন। এ ছাড়া সহিংসতার ঘটনায় র্যাব সারা দেশে ২৯০ জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে ঢাকায় রয়েছে ৭১ জন। গ্রেফতার ব্যক্তিদের বেশির ভাগ বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে গতকাল ঢাকার বিভিন্ন আদালত ১৪১ জনকে কারাগারে পাঠিয়েছেন। তবে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনে আগুন দেওয়া ও হামলার অভিযোগের মামলায় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ তিনজনকে সাত দিনের রিমান্ডে দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তারের আদালত। অন্য বিভিন্ন মামলায় আরও ১৬ জনকে রিমান্ডে দিয়েছেন আদালত।
ঢাকার আদালতের সাধারণ নিবন্ধকের দপ্তরে কর্মরত পুলিশ সদস্য আব্দুর রাজ্জাক ১৯ জনকে রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিন জেলায় নতুন গ্রেফতার ৮০ গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরের তিন জেলায় নতুন করে আরও ৮০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁদের মধ্যে চট্টগ্রাম নগরসহ জেলায় গ্রেফতার করা হয়েছে ৪৪ জনকে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে বিএনপির ২০ জন নেতা-কর্মী রয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মো. ইদ্রিস আলী। এ ছাড়া পাবনায় বিএনপি-জামায়াতের ৩৩ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে পাবনার সদরে ৯ জন; সুজানগর, আমিনপুর ও ঈশ্বরদীতে ৪ জন করে; আটঘরিয়া, বেড়া ও সাঁথিয়ায় ২ জন করে; চাটমোহরে ৩ জন এবং ফরিদপুর, ভাঙ্গুড়া ও আতাইকুলায় ১ জন করে গ্রেফতার হয়েছেন। আর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত