ক্রীড়া প্রতিবেদক : বিপিএল দিয়েই দীর্ঘ বিরতির পর আবার মাঠে ফিরতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এবারের আসরে তামিম খেলবেন ফরচুন বরিশালের হয়ে। ২০ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচেই সাকিবের সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের মুখোমুখি হবে তামিমের বরিশাল।
দীর্ঘ বিরতির পর মাঠে ফেরার আগে আজ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তামিম। এ সময় মাশরাফি ও সাকিবের মতো ক্রিকেটের পথ থেকে রাজনীতিতে আসবেন কি না এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির (বিসিবি) দায়িত্বে দেখা যাবে কিনা এমন প্রশ্নে তামিম বলেন, ‘ভাই, জাতীয় নির্বাচন করা খুব ঝুঁকিপূর্ণ একটা কথা। এখন আমি না বললাম। এরপর দেখা গেল ১০ বছর পর তা হয়ে গেল। তখন আপনি এটা ধরে দেখিয়ে দিবেন যে আমি না বলেছিলাম। সুতরাং কখনোই আগেভাগে কোন কিছু নিয়ে বলতে পারবেন না। এই মুহূর্তে আমার এ ধরণের কোনো পরিকল্পনা নেই।’
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সাকিব এবং মাশরাফিকে তিনি অভিনন্দন জানিয়েছেন কিনা বা দেখা হলে জানাবেন কিনা। গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে দেশসেরা এই ওপেনার বলেন, ‘আমার এখনো দুইজনের কারো সাথেই দেখা হয়নি। যদি দেখা হয় অবশ্যই কথা তো হবে তখন দেখা যাক কি হয়।’
নিজের প্রত্যাবর্তন নিয়ে তিনি বলেন, ‘একটু রাসটিনেস তো থাকবেই, স্বাভাবিক। আর এই তিন মাসে সত্যি কথা বলতে খুব বেশি অনুশীলন করা হয়নাই। শেষ দুই আড়াই সপ্তাহধরেই মেইনলি ব্যাটিং করছি। ডে বাই ডে বেটার হচ্ছি। ওভার দ্য বিপিএল শুরুর আগে আমার পক্ষে যতটুকু সম্ভব সবই চেষ্টা করছি।’
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত