জন্মভূমি ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, রাজনীতি মানুষের হাত থেকে রাজপ্রাসাদে নেওয়া হয়েছে। কী হবে আর কী হবে না- রাজপ্রাসাদেই সব সিদ্ধান্ত হচ্ছে। দেশের মালিক যে জনগণ, তা অস্বীকার করছে সরকার। জনগণের হাতে ক্ষমতা নেই। কেন্দ্রে গেলে তারা ভোট দিতে পারে না।
সোমবার রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।
তিনি বলেছেন, বিরাজনীতিকরণের কারণে ভোটাররা কেন্দ্রে যায় না। ভোটারের ভোটে ফলাফল নির্ধারণ হয় না। এ কারণেই মানুষ রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে। জনগণ তার প্রতিনিধি নির্বাচন করতে পারছে না। আবার সরকারের সমালোচনাও করতে পারছে না।
অথচ সরকারের সমালোচনা করা শুধু অধিকার নয়, কর্তব্যও। আমরা স্বাধীনতা পেলেও মুক্তি পাইনি। মুক্তির জন্যই এদেশের মানুষ সংগ্রাম করেছিল।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত