জন্মভূমি ডেস্ক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।
সোমবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রাজশাহী জেলা নির্বাচন কার্যালয়ে উপস্থিত হন লিটন। পরে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।
এরপর লিটন বলেন, নির্বাচনে অংশ নেয়ার দ্বিতীয় ধাপ পার করলাম। প্রতীক বরাদ্দ দেয়ার পর আচরণ বিধি মেনে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণায় মাঠে নামবেন।
এসময় প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি নেতা আবু সাঈদ চাদের বক্তব্য প্রসঙ্গে লিটন বলেন, চাঁদের বিরুদ্ধে আরও মামলা হবে। কোনভাবেই তাকে ছাড় দেয়া হবে না। আবু সাঈদ চাঁদ রাজশাহী নগরীতে প্রবেশ করতে চাইলে আওয়ামী লীগ তাকে প্রতিহত করবে।
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে সোমবার পর্যন্ত মেয়র পদে ৪ জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। তবে রোববার পর্যন্ত মেয়র পদে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
তফসিল অনুযায়ী মঙ্গলবার (২৩ মে) রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দেয়ার শেষ দিন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত