বরিশাল অফিস : ঝালকাঠির রাজাপুর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামে বিদ্যু পৃষ্ঠ হয়ে মাহফুজ হোসেন মোল্লা (২৬) নামের এক যুুবকের গত বুধবার মৃত্যু হয়েছে।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন জানান, উপজেলার শুক্তাগর ইউনিয়নের শুক্তাগর গ্রামের লিয়াকত আলী মোল্লার ছেলে মাহফুজ হোসেন মোল্লা। সে মোল্লারহাট বাজারের হোটেল ব্যবসায়ী ছিলেন। বুধবার সকালে নারিকেলবাড়িয়া গ্রামের একটি পুকুরে মোটর দিয়ে মাছ ধরার জন্য সেচ করছিল। এক পর্যায়ে ভেজা অবস্থায় বৈদ্যুতিক লাইন চালু করার সময় বিদ্যুতায়িত হন তিনি। এসময় স্থানীয় লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় রাজাপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত