জন্মভূমি রিপোর্ট : রূপসার রাজাপুর শাহী জামে মসজিদে ঘুরতে থাকা বৈদ্যুতিক ফ্যান খুলে পড়ায় দু’মুসল্লি আহত হয়েছেন। শুক্রবার জুম্মার নামাজ চলা কালে দ্বিতীয় তলার ছাদ থেকে নীচে পড়ে গেলে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মসজিদটি অনেক পূরণো। একপাশে নতুন মসজিদ নির্মাণের কাজ চলমান রয়েছে। এই অংশের কাজ শেষ হলে পুরণো অংশ ভেঙ্গে নতুন ভাবে মসজিদ নির্মাণের কাজ শুরু হবে। নামাজ আদায় করতে মুসল্লিদের যাতে কোন প্রকার বিঘ্ন না ঘটে সে জন্য পূরণো মসজিদে নামাজ আদায় করা হচ্ছে। জুম্মার নামাজ চলা কালে হঠাৎ ফ্যান খুলে নীচে পড়ে। এতে রাজাপুর বাজারের ব্যবসায়ী মো. শাহাজান ও মো. মোতালেব আহত হয়। তবে বড় দুর্ঘটনার হাত থেকে অনেকে রক্ষা পেয়েছেন অনেকে।
মসজিদের ইমাম ও খতিব মুফতি জুনায়েত আহমেদ মুসল্লিদের উদ্যোশে বলেন, ফ্যানগুলো অনেক পুরণো সাবধানে ব্যাবহার করতে হবে। মসজিদ নির্মাণে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত