
জন্মভূমি ডেস্ক : আনুষ্ঠানিকভাবে রাজা হতে যাচ্ছেন তৃতীয় চার্লস। আজ ৬ মে তার রাজ্যাভিষেক। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাজ্যসহ কমনওয়েলথভুক্ত ১৫টি দেশের রাজা হচ্ছেন। বিবিসি। অভিষেকে চার্লস আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, ব্রাহামাস, বেলিজ, গ্রেনাডা, জ্যামাইকা, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, টুভালু, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনসের রাজা হিসেবে দায়িত্ব নিচ্ছেন। খবর বিবিসির।
তৃতীয় চার্লস হবেন ব্রিটেনের ৪০তম রাজা। লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সীমিত কিন্তু জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রাজকীয় অভিষেক অনুষ্ঠিত হবে। তার মা রানী দ্বিতীয় এলিজাবেথ গত বছরের সেপ্টেম্বর মাসে মারা যাওয়ার পর তিনি রাজার দায়িত্ব নেন।
ওয়েস্টমিনস্টার অ্যাবেতে এই অভিষেক অনুষ্ঠানে রাজা ও কুইন কনসর্টকেও মুকুট পরানো হবে। এই অভিষেক অনুষ্ঠান মূলত অ্যাংলিকান খৃস্টানদের একটি ধর্মীয় সভা যা আর্চবিশপ অব ক্যান্টারবারি পরিচালনা করে থাকেন।
এ সময় রাজার মাথায় ও হাতে পবিত্র তেল লেপন করা হয় এবং রাজকীয় প্রতীক হিসেবে তিনি রাজদ- ও রাজগোলক গ্রহণ করেন। অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে রাজা তৃতীয় চার্লসের মাথায় সেন্ট এডওয়ার্ডের মুকুট পরিয়ে দেবেন আর্চবিশপ। মুকুটটি ১৬৬১ সালে তৈরি করা হয়েছিল।
রাজা তৃতীয় চার্লসের আয়ের উৎস ॥ বর্তমান ব্রিটিশ রাজা কতটা ধনী সেই সম্পর্কে খুব কমই জানা যায়। অবশ্য রাজা-রানীর কথা মনে হলে আমাদের মাথায় আসে কাঁড়ি কাঁড়ি অর্থ, ধন-সম্পত্তির কথা। জানা যাক রাজা তৃতীয় চার্লসের অবস্থান এদিক দিয়ে কেমন। ১৯৯০ সালে অর্গানিক বিস্কুটের ব্যবসা শুরু করেন রাজা তৃতীয় চার্লস। এরপর অন্যান্য পণ্যও উৎপাদন শুরু করেন তিনি। সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, চার্লসের প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য শুধুমাত্র ব্রিটিশ সুপার মার্কেট ওয়েটরোজে বিক্রি করা হয়। এই ব্র্যান্ডটি জানিয়েছে তারা ৪ মিলিয়ন ডলারের বেশি লাভ করেছে। যা সাবেক প্রিন্স অব ওয়েলসের দাতব্য সংস্থায় দান করা হয়। ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকারী হিসেবে চার্লস কর্নওয়েলের জমিদারির নিয়ন্ত্রণ আছে, এসব সম্পত্তির মূল্য প্রায় এক দশমিক তিন বিলিয়ন ডলার। পুরো ইংল্যান্ডজুড়ে এক লাখ ৩০ হাজার একর জায়গাজুড়ে তার জমিদারি রয়েছে।