রামপাল প্রতিনিধি : বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাইনতলা কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের যৌথ আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালের জোহা ভবনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোল্লা আঃ রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ বেলাল উদ্দিন, ইউপি সদস্য খান তুহিন আলী, তরফদার দিদারসহ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, বাইনতলা কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রতি বছরই উল্লেখ্যযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত