
বাগেরহাট অফিস : বাগেরহাটের রামপালে ওয়ারেন্টভুক্ত ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গত সোমবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। ওয়ারেন্টভুক্ত আসামিরা হলো, উপজেলার পেড়িখালি গ্রামের মৃত সেকেন্দার হাওলাদারের ছেলে ইয়াহিয়া হাওলাদার (৪৫) ও বড় দুর্গাপুর গ্রামের নবুল্লাহ শেখের ছেলে মোঃ রাসেল শেখ (২৭)।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস,এম আশরাফুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের নিয়মিত অভিযানে আসামিদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মোঃ রাসেল শেখ বটিয়াঘাটা থানার আসামি ছিল।