রামপাল প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে আবার ১০ বছরের এক কিশোরীকে ধর্ষনের ঘটনা ঘটেছে। গত ২৫ সেপ্টেম্বর উপজেলার কুমলাই গ্রামে এ ঘটনা ঘটে । এই ঘটনায় অভিযুক্ত তামিম হাসান সুজনকে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ। গ্রেফতার সুজন কুমলাই কেয়ারের বাজার এলাকার শেখ জিন্নাত আলীর পুত্র।
ঘটনার বিবরণে জানাযায়, ২৫ সেপ্টেম্বর সোমবার বাড়িতে ওই কিশোরীকে একা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে গ্রেফতার সুজন। পরবর্তীতে কিশোরীর বাবা শুকুর নাসির জমাদ্দার বাদী হয়ে নারী ও রামপাল থানায় একটা মামলা দায়ের করেন, মামলা নং ১২, তারিখ, ১৭/১০/২০২৩ ।
রামপাল থানা অফিসার ইনচার্জ এসএম আশরাফুল আলম জানান, কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে তামিম হাসান সুজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
রামপালে কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার
Leave a comment