রামপাল প্রতিনিধি : রামপালে গাঁজাসহ হৃদয় দাস (১৯) নামে এক যুবককে গ্রেফতার ও একটি মোটরসাইকেল জব্দ করেছে রামপাল থানা পুলিশ। হৃদয় দাস বাগেরহাট সদর উপজেলার সৈয়দপুর গ্রামের কিরণ চন্দ্র দাসের পুত্র।
রামপাল থানার ওসি এস.এম. আশরাফুল আলম জানান, গত মঙ্গলবার আনুমানিক ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানা এসআই লিটন কুমার দাস সঙ্গীয় ফোর্সের সহায়তায় রামপাল খেয়াঘাট সংলগ্ন মোঃ হাফিজুর রহমান হাফিজের চায়ের দোকানের সামনে অবস্থান নেয়। ওই সময় হৃদয় বিশ্বাসকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে সাদা কাগজে মোড়ানো ৫০ (পঞ্চাশ) গ্রাম মাদকদ্রব্য গাঁজা, যার মূল্য আনুমানিক ৫ হাজার টাকা ও একটি রেজিস্ট্রেশনবিহীন সাদা হিরোহাংক মোটরসাইকেল জব্দ করা হয়। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত