রামপাল প্রতিনিধি : বাগেরহাটের রামপালে থানা পুলিশের অভিযানে ফয়লা বাজার এলাকা থেকে ফাহাদ গাজী (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে। সে উপজেলার উজলকুড় ইউনিয়নের পার গোবিন্দপুর গ্রামের মোস্তফা গাজী'র পুত্র। ৯ জুন শুক্রবার রাত সাড়ে ৮ টায় পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে ফয়লা বাজারের জাহাঙ্গীরের ভাতের হোটেলের সামনে এক ব্যক্তি গাঁজা নিয়ে অবস্থান করছে। এর ভিত্তিতে এসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফাহাদকে চ্যালেঞ্জ করে এবং তার দেহ তল্লাশী করে। দেহ তল্লাশী করলে তার কাছে ৫০(পঞ্চাশ) গ্রাম গাঁজা পাওয়া যায়। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ৫০ গ্রাম গাঁজাসহ উজলকুড় ইউনিয়নের ফয়লা বাজার থেকে ফাহাদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত