রামপাল প্রতিনিধি : বাগেরহাটের রামপালে অভিযান চালিয়ে একটি তক্ষকসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় তাদের আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন রূপসা (বাগমারা) এলাকার সিরাজুল ইসলামের পুত্র মোঃ আবু হানিফ (৪৫), নেহালপুর কালিবাড়ী এলাকার মোঃ হোসেন শেখের পুত্র মোঃ সাগর (২৫), দাকোপ থানার আচাঁভুয়া এলাকার মৃত বিভাষ চন্দ্র মন্ডলের পুত্র দেবাশীষ মন্ডল (৪৩), মোকছেদপুর থানার লোহাচরা এলাকার মোঃ মিরাজুল ইসলামের পুত্র মহিদুল ইসলাম (৩৫)।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আশরাফুল আলম জানান, উপজেলার বুঝবুনিয়া মন্দিরের সামনে গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই খন্দকার আব্দুল মুবিনের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। ওই সময় একটি তক্ষকসহ ৪ প্রতারককে আটক করা হয়। পরে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরবর্তীতে আটককৃতদের কারাগারে পাঠানো হয়েছে।
রামপালে তক্ষকসহ আটক ৪ জনকে ৬ মাসের কারাদণ্ড
Leave a comment